শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

যৌক্তিকতা

আমাকে শিখিয়ে দাও সেই গানখানি,
যেই গানে মানুষের আছে কানাকানি।
আমাকে পড়তে দাও সেই কাব্যকথা,
যেখানে এসেছে ফিরে মূল মানবতা।

আমাকে দেখাও তুমি সেই ছবিখানা,
ছায়াচিত্রে যার মানবিক দাগ টানা।
আমাকে শুনাও সেই মনোহর বানী-
যেখানে প্রণয় আছে, নাই কোন গ্লানি।

আমাকে বুঝাও তুমি জীবনের মানে,
ধর্ম কি কর্ম কি? মূল মর্ম কোনখানে।
আমাকে বলো তো দেখি সহজ কথায়-
মানুষ, মানুষ কেন? এই বসুধায়?

আমাকে জবাব দাও, অজস্র জিজ্ঞাসা-
জেনে বুঝে থাকবো মানুষের গাঘেঁষা।

কালের লিখন​
ডিসেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন