শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

অবিস্মৃত অন্ধকার

তোমাকে মনে পড়ে—
কিন্তু মনও আজ অন্য কোথাও পরে আছে।
একদিন এক ফুলে মধু খেয়েছিলাম-
হঠাৎ জীবন ফিরে এসেছিলো, ফলদায়ী গাছে। 

তোমাকে মনে পড়ে—
স্পষ্ট মনে পড়ে, একদম মনে পড়ার মতোই।
যেন আমরা দু'জন জোড় সেলাই-
পাশাপাশি দৃশ্যমান একই রঙের সুতোয়। 

তোমাকে মনে পড়ে—
হুটহাট মনে পড়াও আজকাল নিয়মমাফিক।
বার মনে নেই, পহেলাপৌষ-
শেষ বাসে চলে গেলে, ছিলো না অযথা ট্রাফিক।

তোমাকে মনে পড়ে—
যখন খুব করে কুয়াশা ঘন। উষ্ণতা নেই চাদরে।
বোধটা কেমন রোদ তৃষ্ণায় নাচে-
অসময় দারুণ কাঁপায়, খুঁড়িয়ে বাঁচি বাজারদরে।

তোমাকে ভীষণ মনে পড়ে...
অনেক সময় পেরিয়ে এসেও অবিস্মৃত অন্ধকারে।

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন