শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

সোহাগী বেহাগ

খানিকটা লিখি বটে সবটা লিখি না
কতকিছু ঘটে রোজ, গায়ে তো মাখি না।
বেছে বেছে অনুভব সাজাই যতনে-
উর্ধ্বগামি কথ্য ভাষ্য মূলত পতনে।

মগ্ন অনুভূতি স্থিতির পরাগ মেলে,
কাকে ধরি কাকে ছাড়ি স্থির হলাহলে।
যতটা বুঝতে পারি ততটা আবার,
কিছুতেই পারিনা- বুঝাতে পুনর্বার।

নকল ভাবনা নিয়ে অনন্ত বিনয়ে,
সকল সমাধা খুঁজি অস্থির প্রণয়ে। 
কিছু ভাব আদতেই মরে পচে গেছে,
সেই কথা মূল্যহীন জীবনের কাছে।

তবুও ভাবনা ভাবি জীবন মূলের,
সোহাগে বেহাগ বাজাই নগ্ন ফুলের।

কালের লিখন​
ডিসেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন