শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

ব্যাখ্যাহীন রাত্রদিন

একটু ঘুম চাই, বহুদিন ঘুম নেই চোখে,
কিছু সুখ চাই, জন্মহতে মরে আছি দুখে।
বহুদিন মনের কোণে নাই কোন প্রশান্তি-
ক্ষণে ক্ষণে যাতনাকাল, মুহূর্তেই অশান্তি।

শুনতে খারাপ শুনায়, তবুও সত্য এই-
প্রোথিত জীবনে কোন প্রাপ্তিযোগ নেই।
শুধুই হারিয়ে গেছে, সুতোকাঁটা ঘুড়ি-
তাই বেদনার তুলো হয়ে হতাশে উড়ি।

কোথাও বাতাস নেই শ্বাস নিতে কষ্ট,
পথ আছে হাটছি, যদিও জানি পথভ্রষ্ট।
হয়তো বলবে কেউ তুষ্ট থাকো তুমি-
কি নিয়ে তুষ্ট হবো? নেই দাঁড়াবার ভুমি।

নেই সেই মুখ। যেই মুখে সরলতা আছে,
সটান বৃক্ষ স্থির, অজস্র পরগাছা গাছে।
দু'পা সামনে গেলেই অজস্র নতুন পথে-
কিছুতেই পাইনা দিশ, আছি বড় সংঘাতে।

প্রাতে উঠি রাতে উঠি, অসময়ে একা ছুটি
ঘুম নেই, নেই ঘুম।  নির্ঘুম এই আঁখিদু'টি।
চিরকালীন ঘুমের আগে কিছুটা ঘুম পেলে-
একটু পালানো যেতো, জীবনের গ্লানি ফেলে।

নষ্ট স্মৃতি মেলে, অহেতুক কোলাহলে মেতে-
অযথাই জেগে আছি ব্যাখাহীন দিনে- রাতে।

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন