যেসব শীতের পাখি বছরান্তে প্রবাসে যায়,
পালক আর ঠোঁটে মাখে হাওয়ার কণা,
তুমি তাদের নিয়েই মগ্ন থেকো দিনমান-
আমার কথা ভুলেও আর জানতে চেওনা।
শরৎ মানেই আকাশ নীল, ভাবনা যাদের-
তাদের সাথেই সেলফি নিও কাশের বনে-
বিজ্ঞাপনে মগ্ন থেকো চুল চর্চার ফাঁকে ফাঁকে,
পাশবালিশে চুমোর দাগ, কার কে জানে?
কে জানে সেই বৃন্তচ্যুত পাতার খবর?
কোন শাখাতে প্রেমিক রেখে পথে লুটায়।
কারও কারও ঝরে যাওয়াই নির্ধারিত-
তবুও সখ্যতা জমে চুন আর পানের বোঁটায়।
তোমার আমার সখ্যতা, পাশাপাশি শব্দ-
সমান্তরাল ভাব প্রকাশে, আলাদা উপলব্ধ।
কালের লিখন
অক্টোবর- ২০১৫
পালক আর ঠোঁটে মাখে হাওয়ার কণা,
তুমি তাদের নিয়েই মগ্ন থেকো দিনমান-
আমার কথা ভুলেও আর জানতে চেওনা।
শরৎ মানেই আকাশ নীল, ভাবনা যাদের-
তাদের সাথেই সেলফি নিও কাশের বনে-
বিজ্ঞাপনে মগ্ন থেকো চুল চর্চার ফাঁকে ফাঁকে,
পাশবালিশে চুমোর দাগ, কার কে জানে?
কে জানে সেই বৃন্তচ্যুত পাতার খবর?
কোন শাখাতে প্রেমিক রেখে পথে লুটায়।
কারও কারও ঝরে যাওয়াই নির্ধারিত-
তবুও সখ্যতা জমে চুন আর পানের বোঁটায়।
তোমার আমার সখ্যতা, পাশাপাশি শব্দ-
সমান্তরাল ভাব প্রকাশে, আলাদা উপলব্ধ।
কালের লিখন
অক্টোবর- ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন