শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

আশাহত

বলেছিলাম একটা নিজস্ব নাম দিও আমার,
যে নামে আমি বিকশিত হবো তোমার অন্তরে।
জল দিও বল দিও, দিতে বলেছিলাম মন-
কিছুই দিলে না, এখনো নাম পাইনি, অনামি জীবন। 

বলেছিলাম শেষ কথা বলে যেও মনে করে,
গুচ্ছ শব্দমালায় যতনে দিও অনেক ভাবনা ভরে।
ভয় দিও ক্ষয় দিও, দিতে বলেছিলাম কথা-
তুমি অকালেই নিশ্চুপ। যেন কবরের মতো নীরবতা।

বলেছিলাম একবার ডাক দিও ফিরবো ঠিক,
এক পথে যাবো দু'জন, নিশ্চিত করে পথের দিক।
দিশা দিও ভাষা দিও, দিতে বলেছিলাম ঠাঁই-
কিছুদূর হেটে এসে দেখি, একা পথিক, তুমি নাই। 

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন