শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

খাতা- কলম

গোপন বাণিজ্যে গিয়ে আপন তোমাকে
প্রথম পছন্দেই কিনে এনেছিলাম। যেন-
অনেক প্রত্যাশিত কিছু মুহূর্তেই পেলাম।
ঘরে এনে দিনে দিনে সখ্যতা বাড়লো
চক্রবৃদ্ধি হারে। শুধু মুগ্ধতার সময়গুলো
একান্তেই পড়ে থাকলো দূরে অনাদরে।

তুমি আমার ভালোবাসার চারু খাতা-
কিচ্ছুই লেখা হয়নি, সাদা এখনো পাতা।

এবার একটা কলম চাই যে আমার,
ভাবছো- এখনি সময় হয়েছে থামার?
না লেখাই না বলাই বড় স্বস্থির কাজ।
চারপাশে হায়েনার আওয়াজ, সত্য বলা
সঠিক চলা বারণ, করো নীতি আর
নৈতিকতাহীন পশুর জীবন ধারণ।

আঙুল কেঁপে উঠে- বুঝতে পারি কোথাও ভুল,
জানি- পৃথিবীর প্রথম কলম মানুষের আঙুল।

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন