শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

হীনতা

ঘুমহীন একটা রাত, ওমহীন একটা হাত,
মায়াহীন একটা মন, ছায়াহীন অনুক্ষণ।
ভোরহীন একটা সকাল, ঘোরহীন প্রাপ্তি-
ভাবহীন একটা ভাবনা, ভাষাহীন সমাপ্তি।

চোখহীন একটা দৃষ্টি, মুখহীন এক মায়া,
দুঃখহীন এক চরাচরে, সুখহীন সে ছায়া।
মেঘহীন এক আকাশে, বেগহীন অনুভব-
মেধাহীন এক কলরবে বাধাহীন আর সব।

মূলহীন একটা বাক্য, ভুলহীন কোন ঐক্য-
ঢিলহীন কোন পুকুরে- মিলহীন মতানৈক্য।
সুরহীন একটা গান, দূরহীন এক নিকটে-
ভরহীন এক চলাচল, স্বরহীন বুক পকেটে।

ক্ষয়হীন একটা স্মৃতি, ভয়হীন মায়াজাল-
জয়হীন তবু বিজয়ী এই লয়হীন মহাকাল।

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন