শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

পতনধ্বনি

পত্রহীন বৃক্ষের মতোন ডালপালা নিয়ে সাথে-
মৃত মানুষের নীরবতা কথাহীন এই রাতে।
গোলগাল পৃথিবীতে স্থির অস্থিরতা,
মানুষের মনে মূলে অলীক বারতা,
তবুও মানুষ যায় মানুষের কাছে ঘুরে ফিরে-
কিছু পাখি পথহারা, ফিরে না কখনো আর নীড়ে।

ঘুমহীন কেউ একজন জেগে থাকে ঘন রাতে-
পেঁচার চোখের মতো চোখ, উপমার সংঘাতে,
কিছু স্মৃতি খুচরো ভীষণ খুঁচা মারে,
যেন অন্ধ লোক বই পড়ে অন্ধকারে।
বাবার হালের হাল-জমি, মায়ের মুখের ভাষা, 
এইসব রাতে শিশিরের মতো জমে ভালোবাসা।

পতিত নীরব রাতে প্রত্যাশাও জাগে মনে জানি-
চেয়ে দেখি পাতা ঝরে অবিরাম, বিরহটা মানি।

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন