শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

সুই-সুতা


সেলাই করে দাও- আমার ঠোঁটের ফাঁক,
সকল কথা নিমেষে তোমার হয়ে যাক।
সেলাই করে দাও- ছেঁড়া এই হৃদয়খানি,
আষ্টেপিষ্টে জড়িয়ে রাখো- রাজেন্দ্রাণী।

সেলাই করো আঙুলে- এই আমার আঙুল,
সুই-সুতায় ফুটিয়ে তুলো এক জীবনের ভুল।

কালের লিখন​

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন