শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

নিজস্ব বনসাই

মানুষ বড় নাকি ছোট এই তর্কে কাজ নাই,
শোনা যায় স্বপ্নের নাকি সীমা পরিসীমা নাই-
শুধু এটুকু জানি- আমার ইচ্ছেরা বনসাই। 

পথ আর পথিকের তর্কে কোন কাজ নাই-
এটুকুই সত্য, অনিশ্চিত পরিভ্রমণ পুরোটাই।
শুধু ইচ্ছেরা ডানা ভেঙ্গে হয় নির্মল বনসাই। 

সাধ আর সাধ্যের তর্কে গিয়ে কাজ নাই-
আমরা সকলেই যেন সাধ্যাতীত অযথাই।
যথাযথ ইচ্ছেগুলোও হয়ে যায় বনসাই।

ভাব আর ভাষার তর্কে ডুবে কাজ নাই-
আজো ভাষা ভাবমুখি, জানি এই নিত্যতাই।
ইচ্ছেমাফিক কথাগুলো নীরবতার বনসাই।

আমি আর তুমির তর্কে কোন কাজ নাই-
এসো একই সুরে আলাদা আলাদা গান গাই।
দু'জনেই যত্নে লালন করি নিজস্ব বনসাই।

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন