শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

অতিক্রম

কবিতা তোমাকে নিশ্চিত
পতনের দিকে নিয়ে যাবে,
দোহাই কবি, এঁকোনা শব্দের ছবি,
তুলে রাখো অযাচিত শব্দের ঝলক। 
ভীষণ অস্থিরতায় দুলছে এই
পৃথিবী নামক মায়াবী দোলক।

এক একটা কবিতা-
তোমার না খাওয়া মুহূর্তের মতো-
তুমুল তৃষ্ণা নিয়ে দাঁড়িয়ে আছে,
অক্ষরের টুটি চেপে ধরে।
তুমি শব্দের সাথে সখ্যতা বাদ দিয়ে
কোন উঁচু দালানের ছাঁদে উঠে,
চাঁদ আর পৃথিবীর দূরত্ব মাপতে থাকো-
ততক্ষণে বুড়ো পৃথিবী পেরিয়ে যাক,
ক্ষুধা আর দারিদ্রতার সাঁকো।

কালের লিখন​
অক্টোবর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন