শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

চলে গেছে একজন

চলো রাস্তায় নামি, ঘর ছেড়ে দাও,
পথের বুকে পায়ের আঘাত হোক।
চলো হই আকাশের নিচে মগ্ন উধাও-
জমিন জুড়ে উৎসব, মরে যাক শোক।

চলো নেমে যাই ক্রমশ উঁচু থেকে নিচে,
নিচু হয়ে খুঁটে খাই খাদ্য- থাকি বেঁচে।
চলো বেঁচে থাকার নামেই যাই নেচে,
জীবনের পেয়ালা ভরি সমুদ্দুর সেঁচে।

চলো চোখে মুখে আশাবাদ মেখে নেই,
নৈরাশ্য হারিয়ে ফেলুক হীন ভারসাম্য।
চলো কামনায় মুখ্য করি শুধু প্রেমকেই-
প্রেম হোক মানবিক, মধুময় কাম্য।

চলো বলে ফেলি সেই কথা আস্তে ধীরে।
চলে গেছে একজন। যে আসেনি ফিরে...

কালের লিখন​
আগস্ট- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন