শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

প্রণয়কালীন

বহু বছরের রাত্রি শেষে দিন এলে,
আসবে কি সে আমার কাছে সূর্য ফেলে?
দিনের আলোয় মানুষজন তো কানা-
রাত্রি হলেই একা লাগে, নিঃস্ব দু'টানা।

রাতের ঘোরে একলা নীড়ে সঙ্গিহীন-
মানুষ ভাবে কাউকে পাবো এলে দিন।
দিন এলেই রোদের তাপে দিশেহারা-
অবিশ্বস্ত চোখে মুখে নীতির পাহারা।

প্রকাশ্যে সব মাতাল মানুষ, অনন্ত-
বেঁচে থাকার অভিনয়ে, নেই জীবন্ত।
অনেক আগেই মরে গেছে মৃতবোধ-
সূর্যস্নানে মগ্ন দিনে, নগ্ন প্রতিরোধ।

প্রীতি হয় অন্যটানে, বন্য মনে দায়-
দিন কিন্তু রাত্রি এলে সত্যি অসহায়।

কালের লিখন
অক্টোবর- ২০১৫

1 টি মন্তব্য: