শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

মিছে দাম্পত্য

উন্মাদ দিন সারারাত বসে থাকে,
কখন ভোরের দ্বোর খুলবে এই আশায়।
মোহগ্রস্থ রাত সারাদিন অপেক্ষা করে,
কখন হবে সন্ধ্যের আধো-আঁধারে সূর্যের প্রস্থান।

অস্থির আমি প্রশিক্ষণ নেই স্থিরতার,
মুহূর্ত মিউট করে দিয়ে, সময়ের গান শুনি।
স্থির তুমি অস্থির পরিভ্রমণে ব্যস্ত এখনো-
কিছুমেঘ মিছে দাম্পত্যে, পাশাপাশি উড়ে দিনমান।

কালের লিখন​
নভেম্বর- ২০১৫ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন