শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

কাম্য সাম্য

দাদা দিদি ভাইয়া আপু শুধুই ডাক-
সব কিছুতে মত বিভেদ দূরে যাক।
তোমার শিরায় যে রক্ত প্রবাহমান-
অন্য দেহে একই ব্যপার সম তান।

জল বলো পানি বলো কিম্বা ওয়াটার-
ক্লান্তি ক্ষুধা প্রত্যাশা একই কারবার।
নাম হয়তো মোঃ আলী কিম্বা হরি দাস
দুই মানুষ এক বাতাসে নিচ্ছে শ্বাস।

নজরুল গেয়ে গেছে সাম্যের গান-
এক বৃন্তে দুই ফুল হিন্দু মুসলমান।
লালন বাঁধলো অপূর্ব মানব গান-
খৎনাতে মুসলিম- নারীর কি বিধান?

কবরে চিতায়, ফিতার মাপ নেই কোনো-
মাটিতে বিনাশ পরম সত্য এই জেনো।
এটুকু জেনো কোনো মতবাদ স্থায়ী নয়-
তবে কেন মতের কাছে মানুষের ক্ষয়?

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন