শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

বেলাশেষে

সহিষ্ণুতা নাই আর মোটে,
অশান্তি স্থির ক্লান্ত ঘাটে।
মানুষ কেমন অস্থির আজ-
সূর্য কিন্তু যায়নি পাটে।

দুরন্ত রোদ, চেতনা বোধ,
এখনো ফুল, এখনো মাটি।
মনের মাঝে ঘুমিয়ে আছে-
আর একটা মন পরিপাটি।

এখনো গান, ফসল ফলে-
মাঠের পরে রোদ্র খেলে।
মানুষই কেমন উতলা হয়-
দৌড়ে বেড়ায় পাপ্য ফেলে।

দৌড়ে আছে সকল লোকে-
আঁটকে আছে সময় বুঝে!
তুমি আমি হাঁটছি কেবল,
কেউ কাউকে পাইনি খুঁজে।

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন