ধ্বংস হতে হতে নষ্ট হতে হতে,
ভগ্ন হতে হতে মগ্ন হতে হতে-
অযথাই কেটে যাচ্ছি জীবনের লাল ফিতে।
ভগ্ন হতে হতে মগ্ন হতে হতে-
অযথাই কেটে যাচ্ছি জীবনের লাল ফিতে।
মুগ্ধ চোখে আর কোন মায়া নেই-
অবশিষ্ট নেই কোন বারোয়ারী আচ্ছাদন-
শুধু এখনো শীত এলেই কেমন করে মন।
শুধু এখনো শীত এলেই কেমন করে মন।
কালের লিখন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন