শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

জিজ্ঞাসা

কেমন যাচ্ছে তোমার দিনরাত? সময়?
এ শুধুই জানতে চাওয়া, অন্যকিছু নয়।
বলা না বলা সমান, জানি জীবন চলমান-
কোন কিছুই স্থির নয়, সুখ বা ব্যথার দান।

কিভাবে কোথায় ছিলে, বিগত বছরগুলো-
কোন কোন পথে হেঁটে, পায়ে লেগেছে নষ্টধুলো।
চাইলেই বলতেই পারো, সন্ধ্যায় কেমন ছিলে-
রাতের খবর পায়নি মানুষ, তীব্র আলো জ্বেলে।

মানুষ পড়তে পারে না, অন্য মানুষের মুখও-
কি হবে জেনে? কোথায় তুমি কেমন থাকো।
ক'দিন আগে জ্বর ছেড়েছে, বুকের পাশে ব্যথা-
থাকনা ওসব নৈমত্তিক আলাপ, কথার কথা।

তুমি শুধু এটুকু বলো- ছোট্ট কুশল জবাব,
জীবনে কি আছে তোমার, এখনো আমার অভাব?

কালের লিখন​
অক্টোবর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন