শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

শীতকালীন

এই শীতে তোর চাদরের
অর্ধেকটা আমাকে দিস।
চাইলে খানিক উষ্ণতা ধার
তুইও নিতে পারিস।

গা ঘেঁষে বসতে পারিস
বিড়াল ছানার মতো।
বলতে পারিস মনের কথা
জমানো আছে যতো। 

হেমন্তে তুই কোথায় ছিলি?
শীত আসার আগে।
কার সাথে কার্তিকের রোদ
মেখেছিস অনুরাগে।

এসব কথা শুনতে চাইনা
আগুনের দিকে চেয়ে।
জানতে চাইনা কি ভাবনা
তোর আমাকে নিয়ে।

এক চাদরের নিচে আসিস
এবার শীতের কালে।
অনেক তো বেঁধেছিস বাসা
এ ডালে ও ডালে।

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন