শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

ব্যর্থতা মানুষগামী

মানুষ ব্যর্থ হয়না ব্যর্থ হয় ক্ষণ,
মুহূর্ত পাল্টে গেলেই শুভ আয়োজন।
তবুও ব্যর্থ কেন মানুষকেই বলি?
চেতনায় ঝুলে থাকে বেদনা অঞ্জলি।

টান দাও, চলো ছিঁড়ে ফেলি প্রহেলিকা-
ক্রমশ আন্ধারে জ্বলুক আলোক শিখা।
ঝেড়ে মুছে সংস্কার তাকাও সিদেচোখে-
ব্যর্থতার ছায়া, লুপ্ত হোক মনে মুখে।

প্রসন্ন করো মন আসন্ন এ আঁধারে,
চলে যাবে ক্ষণ, আলো পাবে খেয়াপারে।
সময়ের করাঘাত তোমার শরীরে-
কেন কর চুম্বন? ব্যর্থতা নত শীরে?

পাল্টাও ক্ষণে ক্ষণে, অব্যর্থ মনে তুমি,
মানুষ ব্যর্থ না, ব্যর্থতা মানুষগামী।

কালের লিখন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন