শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

অস্পৃশ্য অনীহা

একদিন মনে হলো- পৃথিবীতে আর,
কোনকিছু নেইকো বিশেষ লিখিবার।
মানুষের অনুভব যন্ত্রে বাঁধা আজ-
চোখে মুখে নানারঙ মিথ্যে কারুকাজ।

সব তো যাচ্ছেই লিখে পত্রিকা পেপার,
নতুন কি আছে তবে কবিতা লেখার।
অগ্রজ কবিরা এঁকে গেছে যত ছবি,
তাই কি আয়ত্তে এসেছে এখনো সবি?

মানুষের করনীয় রীতিনীতি যত,
কবিরা লিখেছে সব কাব্যে অবিরত।
লিখেছে লেখার ছলে জীবনের গান-
কতটা পড়েছে মানুষ? কি সেই দান?

প্রাত্যহিক আকাশ বাতাস জলে স্থলে,
এখনো ঘুরছে মানুষ আবদ্ধ মূলে।
ছিঁড়েনি এখনো তার মায়া বারোয়ারী,
মানুষ হয়নি মানুষ এ লজ্জা তারি।

এ লজ্জা কলমেরও, কবিতার গ্লানি-
কি করে আবার তাকে অনুভবে টানি?

কালের লিখন​
ডিসেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন