শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

প্রশ্ন

একটা বই পড়ছি।
বইটা একজন লেখক লিখেছে
এবং প্রকাশ করেছে প্রকাশক।
আমিই একমাত্র পাঠক।

একটা বই পড়ছি...
বইটার কোন নাম নেই।

বইয়ে আছে অনেক শব্দ,
তাতে নানান উপলব্ধ।
পৃষ্ঠায় পৃষ্ঠায় অনুভব।
আছে অক্ষরের কলরব।

অধ্যায়গুলো গতিময় ভীষণ-
ভাবছো- বইটার নাম জীবন?

কালের লিখন​ 
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন