কোথাও মানুষ নাই একা আমি স্থির,
মনে কোন আশা নাই, নৈরাশ্যের ভিড়।
হতাশা বাতাস হয়ে ঢুকে মুখে নাকে,
ভেবেছি পাবোই কিছু, পাইনি তো তাকে।
বুঝাতে পারিনা শুধু এই মনটাকে-
না পাওয়া মানুষ সবাই, পেয়েছে কে?
মন চায় বসুধায়, সে আমার হোক,
বুঝে না মনটা যে- প্রাপ্তি মানেও শোক।
যখনি পাওনি কিছু ততক্ষণ সব-
পাপ্তি মানেই হারানো, মরা অনুভব।
না পেলে সবটা ঠিক থাকলো তোমার,
লালিত জনমব্যাপী সুপ্ত হাহাকার।
এত কিছু বলে বলে বুঝালাম তাকে-
মনের না বোঝ আসে, বিরহে সে থাকে।
কালের লিখন
ডিসেম্বর- ২০১৫
মনে কোন আশা নাই, নৈরাশ্যের ভিড়।
হতাশা বাতাস হয়ে ঢুকে মুখে নাকে,
ভেবেছি পাবোই কিছু, পাইনি তো তাকে।
বুঝাতে পারিনা শুধু এই মনটাকে-
না পাওয়া মানুষ সবাই, পেয়েছে কে?
মন চায় বসুধায়, সে আমার হোক,
বুঝে না মনটা যে- প্রাপ্তি মানেও শোক।
যখনি পাওনি কিছু ততক্ষণ সব-
পাপ্তি মানেই হারানো, মরা অনুভব।
না পেলে সবটা ঠিক থাকলো তোমার,
লালিত জনমব্যাপী সুপ্ত হাহাকার।
এত কিছু বলে বলে বুঝালাম তাকে-
মনের না বোঝ আসে, বিরহে সে থাকে।
কালের লিখন
ডিসেম্বর- ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন