শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

রাত্রিকালীন

নেমে এসো ঘনরাত, পাঠ্য ধারাপাত-
চলো বন কেটে সবুজে আগুন জ্বালি।
অন্ধ ঘামে ভিজে মুখ। দুই সারি দাত
আলোহীন সাজানো রাতের গৃহস্থালি।

এখানে আলো নেই এখানে ভালো নেই
এখানে না থাকাটাই পরম উপস্থিতি।
এখানে দেখা নেই এখানে লেখা নেই-
এখানে মুখ্য শুধুই তেল ভরা বাতি।

আঁখিপাতে এই রাত এই ঘন শ্বাস-
আঁধারে স্থির থাকে অন্ধকারের মতো।
এই ক্ষণে মনো মনে বিশ্বাসী সন্ত্রাস,
খুঁচিয়ে আগলা করে অহেতুক ক্ষতো।

তবুও রাত চাই। অন্ধকারের আলো-
রাত ছাড়া দিনটা ভীষণ এলোমেলো।

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন