শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

ভরাডুবি

ঘর ভর্তি অজস্র বই, মন ভর্তি অন্ধকার-
পথ ভর্তি মানুষ শুধুই, পায় জড়ানো কাঁটাতার।
হাত ভর্তি স্মৃতির ধুলো, স্মৃতি ভর্তি ভুল-
জীবন ভর্তি হাজারো বাঁক, মুঠো ভর্তি আঙুল।

আশা ভর্তি নিরাশার গান, ঘুম ভর্তি চোখ-
ভাষা ভর্তি ভাবের দ্যোতনা, শহর ভর্তি লোক।
দৃষ্টি ভর্তি আরাধ্য ক্ষণ, ক্ষরণ ভর্তি খরা-
বৃষ্টি ভর্তি গুচ্ছ কদম, আছে বাইরে জলের ধারা।

ইচ্ছে ভর্তি অনিচ্ছেরা, খাতা ভর্তি লেখা-
বাতাস ভর্তি অক্সিজেনে আকাশ ভর্তি ফাঁকা।
মানুষ ভর্তি এই জগতে, মানুষ-ই তবু একা-
দৃশ্য ভর্তি চারপাশ, যেন অদৃশ্য হাতে আঁকা।

শব্দ ভর্তি কাব্য শরীর, জল ভর্তি নদী-
তবুও কখনো ফাঁকাই লাগে, সংশয় ভর্তি যদি।

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন