শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

বিস্তারিত বিঘ্নতা

উঠতে উঠতে পাহাড় চূড়ায় একা-
নামতে নামতে গহীন জলও ফাঁকা।
দেখতে দেখতে দৃষ্টিমূলে ধারাপাত,
চলতে চলতে পথপাশে কপোকাত।

শুনতে শুনতে কর্ণমূলে বধিরতা-
জানতে জানতে জ্ঞানতৃষ্ণা জ্বালে চিতা।
মানতে মানতে মাথানত কথা নেই-
থামতে থামতে নিশ্চল হারাচ্ছে খেই।

বলতে বলতে সকল কথায় তাল,
ঘুরতে ঘুরতে চক্রাকার মহাকাল।
বসতে বসতে উঠে যাচ্ছে ভাবালুতা,
হাঁটতে হাঁটতে ভাবনা সকল কাটে ফিতা।

লিখতে লিখতে কালের লিখন ভবে-
বেঁচে আছে শব্দপ্রেমে মগ্ন অসম্ভবে।

কালের লিখন​
ডিসেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন