বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

ক্লান্তির গান

প্রান্তর ধূধূ ফাঁকা, কিচ্ছু যায় না দেখা,
নিরালে পড়ছি বসে নিয়তির লেখা।
উড়ছি ঘুড়ি হয়ে, নাটাই অন্য হাতে-
আমিহীন আমিত্ব, মরে বাঁচা সংঘাতে।

দূরে কাশবন চিরকালীন সাদা রং-
প্রত্যেক মানুষের চোখেমুখে নানা সং।
কুশীলব অভিধা নাটকে নট-নটি!
মানুষ মাত্রই অভিনেতা পরিপাটি।

নদী জল টলমল, দূর্বাদল মাটি-
মানুষের মতো ভবে, নয় কিছু খাঁটি!
নিরাপদ বলয়ে সে- সূক্ষ্ম দাগ টেনে,
পা ফেলে আলগোছে, মৃত্তিকা পাটাতনে।

আকাশ সীমানাহীন, একা পুরোটাই-
এই ক্লান্ত লগ্নে তার মালিকানা চাই।

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন