শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

উচ্চারণ

আজ প্যারিসে কাল আজিজে আক্রমণ-
অলীক নেশায় মগ্ন হয়ে মানুষ মারো।
মানুষ মারা মতবাদ, মানিনা আমি-
মাথা কাটলে নতুন মাথা জাগবে আরও।

রক্ত দিয়ে কি আঁকতে চাও? ঈশ্বরের মুখ!
মানুষের মুখ দেখেছ তুমি ভালো করে?
মানুষ হয়ে মানুষ মারা ধর্ম কিসের আবার,
আত্মঘাতী বোমা বাঁধো বোধের অন্ধকারে।

কিসের শোধে অন্য জীবন, অন্য জনের মত,
হরণ করতে উদ্ধত তুমি? কোন সে লোভে।
মানুষ হয়ে মানুষে প্রেম, জীবনের আনুগত্য!
এসব কিছু কি ধারন করেছ? মরা অনুভবে।

আজকে যাদের মারছ তুমি, দিয়ে ধর্মের দায়-
তারাই অমর। রক্ত দিয়ে কি সত্য মুছা যায়?

কালের লিখন​
নভেম্বর- ২০১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন