রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

নির্বাসিত জলগুচ্ছ​ ● কালের লিখন

সকালের মিঠে রোদ লেগে মরে গেছে যে টলমলো শিশির বিন্দু,
আমি সেই শিশিরের বুকেই লিখে দিয়েছি অমরত্বের শ্লোগান।
হারানোর বেদনা বুকে নিয়ে ঘুরে বেড়ায় যে মা-
আমি সেই মায়ের চোখেই দেখেছি জগতের সমূহ প্রাপ্তি আর সহিষ্ণুতা।

জীবন গল্পের প্রারম্ভিক পাঠ অসমাপ্ত রেখে, যে স্কুলঘর
অকালের ঝড়ে ঝরে পড়েছে, আমি তার দেয়ালেই লিখে রেখেছি-
'জীবনের পাঠ দেয়াল বা বইয়ে নয়, খেয়ালে থাকে'।

যে জল আকাশের প্রেমে মগ্ন হয়ে উড়ে বেড়াচ্ছে ক্লান্তিহীন-
মানুষ তাকে মেঘ নামে ডাকলেও, আকাশের দৃষ্টিতে সে নির্বাসিত জলগুচ্ছ।

জানুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন