রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

বেকার ● কালের লিখন

দু'টাকায় বাদাম পাওয়া যায় না,
পাঁচ টাকার ঝালমুড়িও হয় না।
দশ টাকার শিক্ষা কিনে- ইশকুলে,
আছি পেট বুঝাই বিদ্যে নিয়ে মুশকিলে।
আমি এই বাংলাদেশের বেকার-
বেঁচে থাকা মূল্যহীন, মূল্য শুধু টাকার।

জানুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন