রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

নিশ্চয়তা

একদিন নিশ্চিত মরে যাবো জেনেই বেঁচে আছি-
বহুদূরে সরে যাবো ভেবেই তো এত কাছাকাছি।
যাবো বলেই এসেছি আজ তুমিও এবার এসো-
বিষণ্ণ থেকো সারা জীবন এবার না হয় হাসো।

জানুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন