শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

কথার কদর ● কালের লিখন​

কিছু ফালতু লোক, নীতিকথা
আওড়াতে আওড়াতে মূলকথা ভুলে কানা বক।
ভুল কথার পরিমাপ মাপতে মাপতে
পথেই মরে গেলো তিন হাজার ইতিহাস লেখক।
কটু কথার ভার নিতে না পেরে
নদীর মতো যুবতী বোনটা গলায় দড়ি দিলো।
সমুদ্রের মতো সুবিশাল অনুভূতি নিয়ে
কথা খুঁজে না পাওয়া লোকটা কবি হয়ে গেলো।

তারপর?
ভাবে মগ্ন পৃথিবীতে, স্থায়ী হলো কথার কদর।

জানুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন