বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

কবি নয়, কবিতা অমর ● কালের লিখন

যেদিন রবীন্দ্রনাথ মরে গেলেন
সেদিনও পৃথিবী ঘুরছিলো।
নিউটনের মৃত্যু দিনেও অবিকল-
বাতাসে কবিতার স্বর ছিলো।
যেদিন মরে গেলেন কবি নজরুল-
বাগানে তখনো ফুটেছে সন্ধ্যা ফুল।
মরে গেলেন যেদিন, জয়নুল আবেদিন-
আবর্তনে মগ্ন ছিলো তখনো রাতদিন।
কবি বিজ্ঞানী শিল্পী, কিম্বা যারা মহৎ-
স্ব-মহিমায় এঁকে গেছেন, কালান্তরের পথ।
আমিও যেদিন মরে যাবো জানি,
সেদিনও বাজবে সুরের বীণা খানি।
বাজবে সেদিনও অন্য কবির শব্দ স্বর-
আমি তো জানি কবি নয়, কবিতা অমর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন