রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

প্রসব সংক্রান্ত ।। কালের লিখন

অভিমানে বাঁকা হয়ে যাই,
রাগে ক্ষোভে দিক নাহি পাই-
অক্ষম আক্রোশে ভাবনা পোড়াই।

হতাশায় আন্ধার দেখি চোখে,
না কাটা দাড়ির ঝোপ মুখে-
নিরলে মরি- মৌলিক দুঃখে।

বেদনায় নাড়া খায় অনুভব,
বুঝিনা বলে লোকে কি সব-
নিজস্ব বিষাদ পুড়ে কাব্য প্রসব।

কবিতার ডাক নাম ধাবমান,
কবিতার বিষয় সমস্ত দিনমান-
কবিতার ভার মনের সমান।

আশাবাদে বেঁধে রাখি বুক-
যেন জগত এক আনন্দের মুখ,
চারপাশে মিঠে রোদ, নেই শোক।

বৃক্ষসব প্রাণদায়ী মায়াময় ছায়া;
একটা মানুষও আর নাই বেহায়া-
চারপাশে চলমান ছায়াময় মায়া।

চোখে খুলে দেখি সূর্যের হাসি;
মানুষের কাজ ভালোবাসা বাসি-
গভীর প্রত্যয় নিয়ে লিখতে বসি।

কবিতার নাম হয় মানুষঘেঁষা;
কবিতার ভিত প্রাচুর্যে ঠাসা-
কবিতার ক্রিয়া ভাব ভালোবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন