বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

অ নি র্ণী ত ● কালের লিখন​

অন্ধ লোকটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে
একটা স্বচ্ছ আয়না হাতে নিয়ে।
বিকট শব্দে বোমা ফাটার পরে, বধির
লোকটা অধীর আগ্রহ নিয়ে হাসছে।

যে লোকটা কথা বলতে পারে না,
তার হাতেই এখন সমস্ত ভাষণযন্ত্র।
'সুস্থ বোধ ছাড়া পাগল হওয়া যায়না'
এই তথ্য প্রতিটি পাগলের জামাহীন বুকপকেটে।

পা ছাড়া মানুষগুলো এখনো উঁচু দালানে থাকে-
যাদের এখনো দুই'পা সম্বল- তারাই সময়ের ছবি আঁকে।

জানুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন