শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

মৌলিক গান ।। কালের লিখন

যে আমাকে বুঝতে পারলো না,
যে পারলো না উন্মোচন করতে
আমাদের নিজস্ব কথামালা।
যে সাজাতে ভয় পেলো প্রণয় ডালা,
সে প্রেমী নয়, তার কাছে সবই খেলা।

যে আমাকে চিনতে ব্যর্থ হলো,
যে শিখলো না পাখার ভারসাম্য
জমিনে বসে করলো আকাশযাপন।
যে লাভে লোভে মগ্ন সারাক্ষণ,
সে না মানুষ, মিথ্যে তার প্রেমায়োজন।

যে আমাকে জানতে সচেষ্ট নয়
যে জানে না অজানার গভীরতা
কোথায় ছুঁয়ে আছে অলীক ব্যবধান।
যে বিশ্বাস করে শুধুই আদান-প্রদান
সে বন্ধু নয়, নকল সুরের যৌগিক গান।

যে আমাকে আমি মনে করলো না-
সে আসলে আমার নয়, আমিও তার না।

জানুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন