বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

পুরনো চৌকাঠ

আমার দৃষ্টির নাম উধাও আকাশ,
চোখের নাম সবুজ মাঠ।
আজকাল মনের নাম সমুদ্র আমার-
ভুলের নাম ফুলের খামার।
অথচ একদিন আমার সীমানার
নাম ছিলো পুরনো চৌকাঠ।

জানুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন