সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

প্রাত্যহিক

আমাদের সন্তাপের নাম আচ্ছাদন-
আমাদের অনুভবে ভগ্ন বিভাজন।
আমাদের বিষাদ এখনো উপভোগ্য-
লাভ লোভে সীমাবদ্ধ অবলা অযোগ্য।

যারা থেমে আছে বহুদিন চেনাপথে-
যারা ঘেমে আছে রোদহীন কথঘাতে
যারা নেমে গেছে মাঝপথে ট্রেন থেকে-
এখনো ভ্রমণে তারা, পায়নি নিজেকে।

সকালের নিত্যাভ্যাসে সূর্য উঠে রোজ-
এছাড়া কে রাখে? সমস্ত দিনের খোঁজ।
জানুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন