বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

বয়সী নীরবতা ● কালের লিখন​

এক মুঠো ঘাসের স্বপ্ন বুকে নিয়ে
মরে গেছে যে মাঠ। সেই মৃত মাঠের বুকে
অমৃত জীবনের চাষাবাদ করে নাগরিক ফড়িং।
যদিও চলমান সভ্যতা দিনমান ধুঁকে-
একথা সবাই জানে, ঘুম পায় না স্বপ্নকে।

দৃষ্টি পায়না স্বচ্ছতার সীমারেখা-
অথৈ জল ধারনের স্বপ্ন বুকে ধরে
মরে যাওয়া নদীর কাছে এই পাঠ্য নিয়ে
হাঁটুজল পেরিয়ে পাঠশালায় যায় কানা বক।

মনোযোগী ছাত্রের অভাবে বিষাদাক্রান্ত
যে শিক্ষক মৌলিকত্ব হারিয়ে মৃতপ্রায়-
তিনি এখন বিজ্ঞাপন নির্মাতা। আর সব?

আধুনিক কলরবে ক্রমশ সুপ্রাচীন কোলাহলও নীরব।

জানুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন