ভালোবাসা সহজ কিছু নয় চিত্রা-
ভীষণ জটিল এর শিরা উপশিরা।
দুরন্ত কুটিল এর অধিকারের মাত্রা-
হিসেবে গোলমাল হলেই দিশেহারা।
চিত্রা- এসো বিচিত্র এই পৃথিবীতে-
কাছাকাছি থাকি কুয়াশাঘন শীতে।
জানুয়ারি- ২০১৬
ভীষণ জটিল এর শিরা উপশিরা।
দুরন্ত কুটিল এর অধিকারের মাত্রা-
হিসেবে গোলমাল হলেই দিশেহারা।
চিত্রা- এসো বিচিত্র এই পৃথিবীতে-
কাছাকাছি থাকি কুয়াশাঘন শীতে।
জানুয়ারি- ২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন