বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

গাছ পাখি ও মানব সমীকরণ ● কালের লিখন

মানুষ মাত্রই পাখিজীবন প্রত্যাশী-
পাখির বোধে নাই মানুষ হবার তাড়না।
নিশ্চয় সৌভাগ্য সেই পাখিটার-
যে জানলো না- মানুষের এক জীবন,
নিজস্ব দুঃখ আর বিষাদ সামাল দিতে দিতেই শেষ হয়ে যায়।

দাঁড়িয়ে থাকার অবস্বাদ মেখে,
পরগাছা গায়ে জড়িয়ে, নুয়ে আছে যে গাছটা।
তৃতীয় চোখের ইশারায় তার পত্র বদল হয়,
বাইরে দাঁড়িয়ে স্থাণু বৃক্ষ জানতে পারে না-
মানুষের এক জীবন ঘরের দিকে হাঁটতে হাঁটতেই উধাও হয়ে যায়।

জানুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন