বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

কবির মৃত্যু ● কালের লিখন​

আমার অতি প্রিয় এক কবির কবিতায়
হাজার হাজার লাইক, কোটি কোটি মন্তব্য।
কিলবিল করে চলছে পাঠক- পায়ে পায়।
কবির কাব্য নিয়ে সবার- অসীমে গন্তব্য।

কবি যেন রাণী মৌমাছি- অজস্র ভক্তকূল-
কবির প্রোফাইল ছবিতে আছে ৮০টা ফুল।

অধীর আগ্রহে প্রতিদিন আমি মন্তব্য লিখি-
নিশ্চিত জানি কবির এসবে নেই কোন মন।
কবি মগ্ন শব্দের দ্যোতনায়, লগ্ন আঁকাআঁকি-
ভার্চুয়াল জগত তার অপ্রকাশ্য বিনোদন।

১০০ বছরের ঘুম ভেঙ্গে দেখি এক সকালে-
আমার মন্তব্যে লাইক দিয়ে কবি মরেছে অকালে।

জানুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন