সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

কালান্তরের কল্প ।। কালের লিখন

গতকাল যার শেষকৃত্য ছিল- সে আমি। আগামীকাল যে মরবে, সেও আমি। শুধু আজকে যে মরে গেলো, ছিল সেই ভীষণ দামী। আজকের ফুল এবং ফল, মানুষ এবং কল, যাবতীয় শক্তি এবং বল, গতকালের স্মৃতি। আগামি ভেবেই দিশেহারা পুরনো প্রকৃতি। আমি অসংখ্যবার মরে গিয়েও জীবনের মালা গাঁথি। আগামি-গতের প্রাত্যহিক ক্ষতই আজ আমার সাথী। আমি নিঃশ্বাসে বিশ্বাস ধারণ করে, প্রতিমুহূর্তে বেঁচে থাকি, মৃত্যুর কিনার ধরে।
আমি বেঁচে থাকি মরে যাই- অন্তহীন সেই জ্বালা। বেঁচে থেকো সোনার বাংলা, রবীন্দ্রনাথ, আমার যাবার পালা। কিছু ফুলে সত্যি বলছি- হয় না কোন মালা। কিছু ফুল সাজায় শুধু অকাল মরণডালা। আমি ফুলের ভুলে নিমজ্জিত হয়ে, মৃতপ্রায় এক দেশ, ধারণ করি হৃদয়ে। জন্ম এবং মৃত্যুর মাঝে তুলে দেয়াল- আজো রাত্রি হলেই আঁধার মাপি মনের খেয়াল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন