বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

আকুতি ।। কালের লিখন

শুধু তুমি এসো, আর কিছু চাইনা, দরকারি মেইল জমে থাক আনরিড, ভুলে ফেলে এসো চুলের কাঁটা, তুমি এসো দ্রুত, চলছে জোয়ার ভাঁটা। বুকের মধ্যিখানে ভীষণ হুলস্থূল, দূরে বসে কাঁদছে ছুঁড়ে ফেলা খুচরো ভুল। আস্ত কিছু আশার শব, এখনো আছে তুমি এসো, যেভাবে রাত আসে দিনের কাছে। যেভাবে দু'চোখের পাতা নেমে আসে- তুমিও এসো ঠিক সেভাবেই ভালোবেসে। আমাদের ভ্রমণ হোক একাত্মতার অভ্যাসে। ফেব্রুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন