রবিবার, ১৩ মার্চ, ২০১৬

পলায়ন ।। কালের লিখন

পালিয়ে গেছে অতি শৈশব কৈশোরের ভিড়ে-
পালিয়ে গেছে একা পাখি ফাঁকি দিয়ে নীড়ে।
কিছু মেঘ পালিয়ে গেছে কালো হবার ভয়ে-
পালিয়ে গেছে অলীক চিন্তা সম্ভাবনা ছুঁয়ে।

পালিয়ে গেছে ক্লান্ত দিন রাতের অন্ধকারে-
পালিয়ে গেছে চিলেকোঠা স্মৃতির অভ্যন্তরে।
সরল সকাল পালিয়ে গেছে দুপুরের রোদে-
পালিয়ে গেছে শুভচিন্তা ফাঁকি দিয়ে বোধে।

পালিয়ে গেছে পোষা বিড়াল একা পায়ে পায়ে,
পালিয়ে গেছে সুখের পায়রা দুঃখের করাল ঘায়ে।
বিরল ভাবনা পালিয়ে গেছে গরল রুপ দেখে,
পালিয়ে গেছে অশান্ত মন, বিষাদ চোখে মেখে।

পালিয়ে গেছে একজোড়া চোখ হঠাৎ দেখা দিয়ে-
তারপর আর দৃষ্টি পাইনি, আছি অধীর চেয়ে।

মার্চ- ২০১৬


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন