শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬

মেয়েটা ।। কালের লিখন

মেয়েটা বোকাসোকা, থাকে প্রায় একা একা;
নিজের সাথে তার হয় না খুব বেশি দেখা।
কতজন ফাঁকেফুকে প্রশংসার জাল বুনে-
প্রত্যাশায় সাধন নেই- মগ্ন সবে বিনোদনে।

মেয়েটা বোকাসোকা, সন্তাপে মধুমাখা;
চারপাশে ঘুরে তার সাদামাটা মেঘছটা।
যদিও আকাশে তার আসে প্রায়ই ঘনঘটা-
কোথাও লাগেনা রেশ, বাস্তবে ছিটেফুটা।

মেয়েটা বোকাসোকা, অভ্যাস একা থাকা;
চলে মনে মনে একাকী নিজস্ব ছবি আঁকা।
কেউ কেউ আসে সেই ছবিতে রঙ দিতে-
মেয়েটা বুঝে ফেলে চারপাশে ভুল মিতে।

মেয়েটা বোকাসোকা, জানে না দিতে ধোঁকা;
সবাই তাই ছলনায়, করে যায় মন ফাঁকা।
সাতে পাঁচে না থাকা সেই মেয়েটাই আজ-
করে বুদ্ধির ত্রিসীমায় চৌমাত্রিক কারুকাজ।

ফেব্রুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন