মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

কেউ কেউ ।। কালের লিখন

কেউ হাঁটছে, কেউ বসে আছে। কেউ গাড়িতে, কেউ বাড়িতে, কেউ রাস্তায়। কেউ পথের ধারে বসে আছে, ছেঁড়া কোন বস্তায়। কেউ ভীষণ দামী, কেউ বিকিয়ে যাচ্ছে সস্তায়। কেউ রিকশাওয়ালা, কেউ সবজি বিক্রেতা, কেউ নেতা, কেউ দুঃসময়ে বসে সময়ের কর্পোরেট ক্রেতা। কেউ টানে, কেউ গানে, কেউ বনে, কেউ ক্ষণে, কেউ ধনে, জনে জনে ভিন্ন আয়োজন। প্রত্যেকের এক আকারি বিভিন্ন মন। আলাদা বেশভূষা- একই রকম মৌলিক দহন।
কেউ নামে, কেউ প্রেমে, কেউ নগরের রাজপথে। কেউ থামে, কেউ ঘামে, কেউ বৃক্ষ লতার সাথে। কেউ হতাশ, কেউ বাতাস, কেউ কেউ সূর্যের মতো। কেউ ঢেউ তোলে মহাকালে, কেউ অকালে মৃত। কেউ লিখে, কেউ পড়ে, কেউ ধারণ করে, কেউ বারণ করে, কেউ কেউ লব্ধ জ্ঞানটুকু হরণ করে। কেউ মিছে ধাবমান, কারও কারও শুধুই মুখ, নাই কোন কান। যেন ধূলোর পৃথিবী এক বারোয়ারী দোকান। কেউ কিনে, কেউ বেচে, কেউ নাচায়, কেউ নাঁচে। প্রত্যেকেই মরে যায়- কেউ কেউ কর্মগুণে বাঁচে।
ফেব্রুয়ারি- ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন